Wellcome to National Portal

  প্রাণিসম্পদ ও ডেইরি  উন্নয়ন প্রকল্পের  আওতায় আগামী ১৮ থেকে ২২ এপ্রিল/২০২৪খ্রিঃ সারাদেশে একযোগে প্রাণিসম্পদ  সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪  অনুষ্ঠিত হবে।  খামারীগণ জরুরি মুহূর্তে প্রাণিসম্পদ কল সেন্টার নাম্বার-16358 এ কল করে সরাসরি বাসায় প্রাণীর চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ
আমাদের অর্জনসমূহ

দুধ 250 এম. এল/প্রতিদিন/প্রতিজন, ডিম 104 টি/প্রতি বছর/প্রতিজন এবং মাংস 120 গ্রাম/প্রতিদিন/প্রতিজন (বাৎসরিক) হিসাবে অত্র উপজেলার প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত উৎপাদন যা দেশের অন্যান্য জেলায় সরবরাহ হয়ে থাকে।