Wellcome to National Portal

  প্রাণিসম্পদ ও ডেইরি  উন্নয়ন প্রকল্পের  আওতায় আগামী ১৮ থেকে ২২ এপ্রিল/২০২৪খ্রিঃ সারাদেশে একযোগে প্রাণিসম্পদ  সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪  অনুষ্ঠিত হবে।  খামারীগণ জরুরি মুহূর্তে প্রাণিসম্পদ কল সেন্টার নাম্বার-16358 এ কল করে সরাসরি বাসায় প্রাণীর চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও ‍মিশন

ভিশন :     অত্র দপ্তরের ভিশন হচ্ছে, ‍‍ পলাশবাড়ী উপজেলার সকল মানুষের জন্য নিরাপদ, পর্যাপ্ত এবং মানসম্মত প্রাণীজ আমিষ সরবরাহ করণ।

মিশন :     অত্র দপ্তরের মিশন হচ্ছে,   প্রাণিসম্পদের উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে উপজেলার সকল মানুষের প্রাণীজ আমিষের চাহিদা পূরণ।