Wellcome to National Portal

  প্রাণিসম্পদ ও ডেইরি  উন্নয়ন প্রকল্পের  আওতায় আগামী ১৮ থেকে ২২ এপ্রিল/২০২৪খ্রিঃ সারাদেশে একযোগে প্রাণিসম্পদ  সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪  অনুষ্ঠিত হবে।  খামারীগণ জরুরি মুহূর্তে প্রাণিসম্পদ কল সেন্টার নাম্বার-16358 এ কল করে সরাসরি বাসায় প্রাণীর চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped









মুজিববর্ষের অঙ্গীকার/ নিরাপদ প্রাণিজ পুষ্টি হবে সবার  * ভিশনঃ সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতকরণ ও প্রাণিসম্পদের উন্নয়ন * নিয়মিত দুধ, ডিম, মাংস খান/রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান * মুজিববর্ষের রূপায়ণ/ প্রাণিসম্পদের শিল্পায়ন * শেখ হাসিনার উপহার/ প্রাণীর পাশেই ডাক্তার * মুজিববর্ষের লক্ষ্য/ সবার জন্য ডিম,দুধ,মাংস * প্রাণিসম্পদে ভরবো দেশ/ গড়বো সোনার বাংলাদেশ  * ছাগল পালনে অধিক টাকা/ উন্নয়নের ঘুরবে চাকা * মুজিববর্ষের দৃঢ়তা/ প্রাণিজ আমিষের পূর্ণতা * নিয়মিত দুধ পানে/ শক্তি-বুদ্ধি দুইই মিলে * অন্ন,বস্ত্র,বাসস্থান/ গাভী পালনে সমাধান * দেশে এলো উন্নত ঘাস/ সবাই মিলে করুন চাষ * ঘরে ঘরে মুরগী পালন/ বাড়বে নারীর ক্ষমতায়ন * উন্নত জাতের গাভী পালন/ সুখী-স্বনির্ভর জাতি গঠন * ক্ষুদ্র প্রাণীর বৃহৎ দান/ হাঁস-মুরগীর চাষ বাড়ান * পশু-পাখির চিকিৎসা দিন/ নিয়ম মেনে যত্ন নিন * মুজিববর্ষে সোনার বাংলা/ প্রাণিসম্পদ হোক সুফলা * মিশনঃ প্রাণিস্বাস্থ্য সেবা প্রদান, প্রাণীর উৎপাদন ও উৎপাদনীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ।

নোটিশ বোর্ড